বাহুবলের বিভিন্ন স্থানে জাপা প্রার্থীর ব্যাপক গণসংযোগ ॥ নির্বাচিত হলে নবীগঞ্জ বাহুবলবাসী গ্যাসের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন না-আতিক
তারিখ: ১৬-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

 বাহুবলের বিভিন্ন স্থানে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহর সহকারে পথসভা ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি রূপাইছড়া রাবার বাগান, স্নানঘাট, মুদাহারপুর, ফতেহপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ পথ সভা করেন। এসময় জাপা এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন-পল্লীবন্ধু এরশাদের শাসনামলের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কা ভোট কামনা করেন। তিনি আরো বলেন, পল্লীবন্ধু নবীগঞ্জ ও বাহুবলকে উপজেলায় রূপান্তরিত করেছেন, আমার মা হযরত শাহ নাসিরুদ্দিন সিপাহসালার (র.) এর বংশধর, আমার মায়ের স্বপ্ন এবং তিনি মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছেন হবিগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ইনশাল্লাহ আমার মায়ের স্বপ্ন পুরণে বিগত দিনে আমি যেমন হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে আমার ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করে জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম, আগামী দিনে যদি আমি এ আসন থেকে নির্বাচিত হই তাহলে নবীগঞ্জ বাহুবলবাসী অবশ্যই গ্যাসের সুযোগ সুবিধা পাবেন। আমার স্বপ্ন আছে এখানে একটি অর্থনৈতিক জোন করার ইনশাল্লাহ এমপি হলে তা বাস্তবায়ন করবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমি নবীগঞ্জ-বাহুবল আসনে চমক দেখাতে চাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ্ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ, জেলা জাপা নেতা আয়ুব আলী মেম্বার, জেলা ছাত্র সমাজের সভাপতি যুবায়ের আহমেদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, জাপা নেতা সৈয়দ মিয়া, ইয়াকুব আলী মেম্বার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক ফাকু মিয়া, নুরুল আমিন, হাকিম আশরাফ আলী প্রমুখ।

শেষ পাতা