বাহুবলে ৫টি অবৈধ স’মিলকে সীলগালা করেছেন ভ্রাম্যমান আদালত ॥ ৪ লাখ টাকার মালামাল জব্দ
তারিখ: ১৬-ডিসেম্বর-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে ৫টি অবৈধ স’মিল সীলগালা ও ৪ লাখ টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। হবিগঞ্জ বন বিভাগ অবৈধ স'মিল উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সীলগালা ও মালামাল জব্দ করে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্টেট মতিউর মুন্নার নেতৃত্বে বাহুবল উপজেলার নতুন বাজারের সন্তুষ স'মিল, মিরপুরের মৌচাক, চলিতাতলা ও দিগাম্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময়  বৈধ কাগজপত্র না থাকায় ৫ টি স’মিলকে সীলগানা ও প্রায় ৪ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন, রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র সিংহসহ একদল পুলিশ। উল্লেখ্য গত ৩ নভেম্বর সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বাহুবলের সাটিয়াজুরী বাজারের কদ্দুস মিয়ার স'মিল ও সুন্দরপুর বাজারে নাসির স'মিলের বৈধ কাগজপত্র না থাকায় চাকা খুলে নিয়ে যান এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেষ পাতা