আজ থেকে শুরু হচ্ছে মুরারবন্দ দরবার শরীফের বাৎসরিক ওরস
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৯
চুনারুঘাট প্রতিনিধি ॥

আজ রবিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ঐতিহাসিক মুরারবন্দ দরবার শরীফের ৬৫৮তম পবিত্র বাৎসরিক ওরস। চুনারুঘাট উপজেলার মুরারবন্দ দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ওরসটি। ইতিমধ্যে সব ধরণের প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। যাতে করে কেউ জুয়ার আসর না বসাতে পারে সে জন্য তৎপর রয়েছেন তারা। জানা যায়, ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এ পবিত্র ওরস চলবে। ওরস উপলক্ষে ইতিমধ্যে  দোকানপাট, বিভিন্ন পন্য নিয়ে বসতে শুরু করেছে ব্যবসায়ীরা। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ যোগ দিবেন বলে আশা করছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও মেলায় নাগরদোলাসহ বিনোদনমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন গানের কাফেলা বসবে। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী বলেন, সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিস্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ মানেনি। শরীয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন ভক্তবৃন্দ। দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার পর অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিমে ঘুরে যায়। তার মাজার এখনো পূর্ব-পশ্চিমেই রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, মুরারবন্দ দরবার শরীফের ওরস দীর্ঘদিন যাবত চলে আসছে। এতে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। তাই ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়াও জুয়াড়িরা যাতে করে জুয়ার আসর বসাতে না পারে সে জন্য সাদা পোষাকে সর্বদা পুলিশ নিয়োজিত থাকবে।

শেষ পাতা