প্রেস বিজ্ঞপ্তি ॥ অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে হবিগঞ্জ জেলা পরিষদ প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের খাদ্য গুদাম রোডস্থ মেসার্স ওসমান ট্রেডার্সে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূরুল আমিন ওসমান। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিন, হাজী শফিক উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান খান, মোঃ উস্তার আলী মিয়া, মোঃ মনু মিয়া, হাজী আবু মিয়া, জাহেদুল ইসলাম, শিহাব, মোঃ আশরাফ উদ্দিন, শাহরাজ মিয়া, মোর্শেফ সহ এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।