স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এমপি মজিদ খান ॥ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে হবে
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২ আসনের ৩য় বারের নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন- যারা সংগঠনের সঙ্গে জড়িত না, অর্থাৎ যারা ভোটার, যারা সাধারণ মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে। তাহলে আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, ‘আমার মার্কা নৌকা। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যে, ১৯৭১ সালের মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত জেলে থেকেছেন। জেলে থাকা অবস্থায় তাকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ধরনের অফার করা হয়। তারপরও তিনি আপোষ করেননি। কারাগারে থেকেও তিনি জাতির সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে তাহলেই রাজনীতিতে সফলতা আসবে। গতকাল শনিবার সকালে এমপি আব্দুল মজিদ খান হল রুমে বানিয়াচং উপজেলার ৭, ৮, ৯ ও ১৪ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন। বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, এমপি আব্দুল মজিদ খান মহোদয়ের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আরিফ ফয়সাল খান বাঁধন প্রমুখ।

শেষ পাতা