আলমপুরে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ॥ ৫ দাঙ্গাবাজ আটক
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৯
জাহেদ আলী মামুন ॥

বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় পেটে টেটাবিদ্ধ ১জনকে সিলেট ওসমানী মেডিকেল ও অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ৫ দাঙ্গাবাজকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র রিপন মিয়ার সাথে একই এলাকার হিরা মিয়া মাস্টারের গ্রাম্য আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের পাল্টা-পাল্টি মামলা রয়েছে। গতকাল বিকেলে রিপন মিয়ার আত্মীয় তোফাজ্জল ও হিরা মিয়ার পুত্র আলমগীর স্থানীয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে ফের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় ৫ দাঙ্গাবাজকে আটক করে।  আহত অবস্থায় সুলতান আহমেদ (২০), মোতাব্বির হোসেন(৪৫), রিপন মিয়া (৩২)সহ ১০জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পেটে টেটাবিদ্ধ অবস্থায় রিপন মিয়াকে সিলেট প্রেরণ করা হয়েছে।

শেষ পাতা