জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় বিমান প্রতিমন্ত্রী ॥ শহরের খোয়াই নদীর বাঁধ অভিশাপ থেকে আর্শিবাদে পরিণত করা হবে
তারিখ: ২৪-জানুয়ারী-২০১৯
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন হবিগঞ্জের সকল সমস্যা গুলো সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীগনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বর্ষ মৌসুমে শহরের খোয়াই নদীর বাধ অভিশাপ থেকে আর্শিবাদে পরিণত করা হবে। এ জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন মন্ত্রী হিসেবে সচিবালয়ে না থেকে বিমানবন্দরে রাত দিন পড়ে থেকে হলেও বিমান মন্ত্রনালয়ে গতিশীলতা আনবো। তিনি আরো বলেন, বিমান মন্ত্রনালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী আমার উপর যে দায়িত্ব দিয়েছে আমি আস্থার সাথে পালন করবো। তিনি বলেন বাংলাদেশর সে পর্যটন শিল্প সুপ্ত বা মৃত অবস্থায় পড়ে রয়েছে সে গুলোকে জাগিয়ে তুলে আকর্ষনীয় পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হবে দেশে সম্ভাবনার অনেক জায়গা রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলোকে পর্যটন শিল্পে রূপান্তরিক করতে পারলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরা আসবে। তিনি বলেন হবিগঞ্জে অনেক পর্যটনের সম্ভাবনা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আকর্ষনীয় পর্যটন হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের প্রধান ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, কোন মানুষ যাতে হয়রানী না হয় এবং স্বাধীনতা যাতে কোন অবস্থায় ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে। মন্ত্রী আরো বলেন, যার যার দায়িত্ব সঠিক ও নিষ্ঠার সাথে পালন করতে হবে কেউ ব্যর্থ হলে তার দায়ভার সরকার বহন করবে না। কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধ সর্বোচ্চ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। গণমানুষের সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ব্যবসায়ী নেতা ফজলুর রহমান লেবু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সচিব আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ প্রমুখ।