হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা এলাকা থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে বড়বহুলা গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত মোত্তালিব মিয়ার পুত্র। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (এসআই) সিদ্দিকুর রহমান জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত বড় বহুলাসহ শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছিল। উল্লেখিত সময়ে ১৫পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।