বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের মানববন্ধন ॥ ইউএনও’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও প্রকৌশলীর অপসারণ দাবিতে উত্তাল বাহুবল
তারিখ: ১৫-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউ.এন.ও’র পুরস্কার প্রাপ্ত বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও বিতর্কিত উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর অপসারনের দাবীতে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে গোটা উপজেলা। এ লক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন। সামাজিক সংগঠন ‘আমরা সবুজ’-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মোঃ জসিম উদ্দিনের নিরলস প্রচেষ্ঠায় ধীরে ধীরে পাল্টে যাচ্ছে গোটা উপজেলার সার্বিক চিত্র। একজন সৎ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি এখন সাধরণ মানুষের আপনজনে পরিণত হয়েছেন। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরুপ নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পক্ষান্তরে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী একজন বিতর্কিত ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি মাদকাসক্ত ও ধর্মবিদ্বেষী হিসেবে সর্বমহলে সমালোচিত। তার বিরুদ্ধে রয়েছে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ। একটি কূচক্রীমহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপচেষ্টায় মেতে উঠেছে। তারা বাহুবলের সার্বিক উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। এদের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দিতে হবে ষড়যন্ত্রকারীদের নীলনকশা’।

বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুরের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন ‘আমরা সবুজ’-এর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, সহ-সভাপতি মোঃ আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, আমরা সবুজ মিরপুর শাখার সভাপতি অধ্যাপক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উস্তার মিয়া তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি মুখলিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এম. রশিদ আহমেদ, উপজেলা তরুণলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আয়াত আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা) হবিগঞ্জ জেলা সভাপতি গীতিকার এম.আর মামুন, আওয়ামীলীগ নেতা মোঃ মুশাহিদ আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব, পুওর কেয়ার কুইক রেসপন্স টিম-এর কো-অর্ডিনেটর আব্দুল কাদির চৌধুরী বাবুল, বাহুবল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ সুহেল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুক আহমেদ, মিরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমদ, মিরপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদার এলাহী সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাহুবল উপজেলা আহবায়ক শামীম আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ বাহুবল উপজেলা সভাপতি স্বপন চৌধুরী, বাহুবল পাবলিক লাইব্রেরীর দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,  বঙ্গবন্ধু  সাংস্কৃতিক ফোরাম বাহুবল উপজেলা শাখার সহ-সভাপতি সত্যপ্রিয় দেব, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রভাষক ইয়াকুত মিয়া, মোঃ নুরুল আমিন, শফিক মিয়া, দুলাল মিয়া, কামরুল উদ্দিন ইমন প্রমুখ।

বক্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিতর্কিত উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর অপসারণ দাবী করেন। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী  উচ্চারণ করা হয়।

প্রথম পাতা