লাখাইয়ে ব্যালট বাক্স ছিনতাই ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের
তারিখ: ১৫-মার্চ-২০১৯
লাখাই প্রতিনিধি ॥

লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই, নির্বাচনী ফলাফলের রেজাল্টশীট ছিনতাইয়ের চেষ্টা, গাড়ী ভাংচুর, নির্বচনী কাজে নিয়োিজত কর্মকর্তা কর্মচারিদের মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার লাখাই দারুল হুদা মাদ্রাসা ও এতিম খানা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আলী আকবর বাদী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহফুজুল আলম মাহফুজের ছোট ভাই টিএম মাসুদ, হারুনুর রশিদসহ ৭৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ্য করনে- নির্বাচনের দিন রাতে বামৈ আলাউদ্দিন মার্কেট এলাকায় ফলাফল কেন্দ্র থেকে ফেরার পথে মাহফুজুর রহমান মাফুজের লোকজন নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি গতিরোধ করে। এসময় তারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন।

প্রথম পাতা