শামছু মিয়া সভাপতি-ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক ॥ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
তারিখ: ৫-মে-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকঘর এলাকায় অবস্থিত পৌর মার্কেটে মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে টানা চলে এ ভোট গ্রহন। এবারের নির্বাচনে ৭১৫ ভোটার থাকলেও ৫৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মার্চেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান লেবু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ৩০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শামছু মিয়া। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি আলহাজ্ব রইছ মিয়া পেয়েছেন ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ আমির হোসেন জিতু পেয়েছেন ১৪০ ভোট। হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান লেবু ছাড়াও নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী যথক্রমে, মোতাব্বির হোসেন, মোত্তালিব মিয়া, মোঃ আব্দুর রহিম ও মোঃ আলাউদ্দিন। এছাড়াও মার্চেন্টের নির্বাচনে আইনশৃঙ্খলা যাতে করে বিঘœ না ঘটে সে জন্য পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করে। এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিজয়ী প্রার্থীদের নিয়ে মিষ্টিমুখসহ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তাদের কর্মী-সমর্থকরা।

প্রথম পাতা