রোগীর ছাড়পত্রের সাথে মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে ॥ সদর হাসপাতালের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী
তারিখ: ৫-মে-২০১৯
মোহাম্মদ শাহ্ আলম ॥

তাৎক্ষনিক পরিদর্শনকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। এ সময় তিনি দ্রুত সকল সমস্যা সমাধানের তাগিদ দেন। প্রতিমন্ত্রী শনিবার দুপুরে তাৎক্ষণিক এ পরিদর্শনে উপরোক্ত তাগিদ দেন। জানা যায়, উল্লেখিত সময়ে প্রতিমন্ত্রী তাৎক্ষনিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে গিয়ে ওয়ার্ডের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপ দেখতে পান। বিশেষ করে শিশু ওয়ার্ডে ময়লা-আবর্জনার স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে মন্ত্রী বিনা মূল্যে ঔষধ বিতরণ বিভাগ পরিদর্শ করে সেখানেও অনিয়ম-অব্যবস্থাপনা দেখতে পান। এছাড়াও তিনি হাসপাতালের প্রতিটি টয়লেটের ভেতরে পরিবেশ করে এর পরিবেশ দেখে আসেন। পরে হাসপাতাল হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন সুচিন্ত রায় চৌধুরী, তত্ত্বাবধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র দেব, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী প্রমূখ। সভায় মন্ত্রী জানান, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন অনিয়ম- অব্যবস্থাপনা দেখা গেছে। যত দ্রুত সম্ভব এ সকল সমস্যা সমাধান করতে হবে। তাছাড়া দালাল, ঔষধ কোম্পানীর প্রতিনিধিনের হাসপাতালের ভেতরে আসতে দেয়া যাবে না। একই সাথে যত্র-তত্র যেন এম্বোলেন্স পার্কিং না করিয়ে রাখা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ‘অভিযোগ রয়েছে হাসপাতালে আসা বিভিন্ন রোগীদের মেডিকেল সার্টিফিকেট (এম.সি) দিতে বছরের পর বছর অতিবাহিত করা হয়। যার কারণে বিভিন্ন মামলা-মোকদ্দমার কার্যক্রম ব্যবহত হয়। কিন্তু এখন থেকে রোগীর ছাড়পত্রের সাথে এম.সি প্রদান করতে হবে।

প্রথম পাতা