শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা
তারিখ: ১১-জুলাই-২০১৯
চুনারুঘাট প্রতিনিধি ॥

হবিগেঞ্জর বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে ‘খোয়াই এয়ার ট্রাভেলসের’ উদ্যোগে হজ্জ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ নাজমা কমিউনিটি সেন্টারে কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ কামিল মাদরসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম। স্বাগত বক্তব্য রাখেন- খোয়াই এয়ার ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক মুফতি আলহাজ্ব আবুল হাসিম। কর্মশালায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ আহমেদ, দুর্গাপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব আব্দুল সাত্তার, আলহাজ্ব মাওলানা আব্দুস শহীদ, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান, আলহাজ্ব মাওলানা বশির আহমদ, উবাহাটা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা ইরফান আলী, আলহাজ্ব মাওলানা জামাল আহমেদ, আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল হাই, আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব মাওলানা ফরিদ আহমেদ সালেহ্ প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন- জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব জালাল উদ্দিন রুমি। ২০১৯ সালের প্রথম প্যাকেজে পবিত্র হজ্বযাত্রা শুরু হয়েছে। আগামী ১৬শে জুলাই হবিগঞ্জ জেলার হজ্জ যাত্রীদের নিয়ে পবিত্র হজ্ব পালনের জন্য ১৭১ জন হজ্ব যাত্রী ঢাকা টু মদিনা এয়ারপোটে সরাসরি বিমান এয়ার লাইন্সের পৌছবেন। পরবর্তী ২০১৯ সালের দুই ফাইটে বাকি হজ্জযাত্রীদের ফাইট সিডিল নিশ্চত করা হবে। হজের সফর শুরু শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই এয়ার ট্রাভেলস অফিস হতে ১৬ জুলাই ভোরে রওনা হবেন।

প্রথম পাতা