কটিয়াদিতে বিট পুলিশিংয়ের সভায় অতিরিক্ত পুলিশ সুপার ॥ চুরি-ডাকাতি ছিনতাই রোধে সকলকে কাজ করতে হবে
তারিখ: ১১-জুলাই-২০১৯
আখলাছ আহমেদ প্রিয় ॥

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেছেন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড থেকে নিজ নিজ এলাকাকে মুক্ত রাখা সকলের দায়িত্ব। মাদক দ্রব্য সেবন এবং বিক্রি থেকে আপনার সন্তান এবং প্রিয় জনকে দূরে রাখুন, তাহলেই অপরাধ কমে যাবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করুন এবং পুলিশে ধরিয়ে দিন। সুন্দর ও সুষ্টু সমাজ গঠনে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যৌতুক ও নারী নির্যাতন রোধে সামাজিক সংগঠন গড়ে তুলা দরকার। আইন অমান্যকারীকে প্রশাসনের হাতে তুলে দিয়ে সহযোগিতা করুন। তিনি গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারে বীট পুলিশিংয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কটিয়াদি বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বীট পুলিশিংয়ের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী। সদর মডেল থানার এস.আই ও বীট অফিসার আতাউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য মাহমুদ হাসান, ইউপি সদস্য সাদেক আলী, হাজী ফুল মিয়া, এএসআই সহিদসহ প্রমূখ।

এদিকে, হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে উঠান বৈঠক গতকাল বিকেলে সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদে অনুষ্টিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী প্রমুখ।

প্রথম পাতা