নোয়াপাথারিয়া গ্রামে চাঞ্চল্যকর সেলিম হত্যা ॥ ১৫ জনের সাজা
তারিখ: ১১-জুলাই-২০১৯
স্টাফ রিপোর্টার

বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নোয়াপাথারিয়া গ্রামে চাঞ্চল্যকর সেলিম মিয়া হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। গত ১০ জুলাই জজ কোর্টে চাঞ্চল্যকর এ মামলাটির রায় ঘোষণা করেন বিচারক মোঃ হাসানুল ইসলাম। মামলার রায়ে ৪২ জন আসামীর মধ্যে ১৫ জনের সাজা ও ২৭ জনকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হল, তাহের মিয়া, কোহিনুর আলম, জাহাঙ্গীর আলম,  মিজানুর আলম, আলখাছ মিয়া, নোমান আলম, লিখন মিয়া, তারা মিয়া, বজলু মিয়া, জিলু মিয়া, ইছুব আলী, চাঁন মিয়া, সিরাজ মিয়া, রাসেল মিয়া ও কাজল মিয়া। উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর নোয়াপাথারিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে সেলিমহত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় ২১ ডিসেম্বর টেনু মিয়া বাদী হয়ে ৪২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
 

প্রথম পাতা