নবীগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরন
তারিখ: ২০-জুলাই-২০১৯
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, ভয়াবহ এ বন্যায় কোন মানুষ না খেয়ে থাকবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। তিনি বলেন, জেলা পরিষদ বানবাসী মানুষের পাশে আছে থাকবে। গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক। উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক সভাপতি কাহের আহমদ দীপু, যুবলীগ নেতা ইউপি সদস্য সাপু আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা লিমন শাহেন শাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ছালেহ জীবন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ, ইনাতগঞ্জ ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমদ প্রমূখ। পরে প্রধান অতিথি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় সাড়ে ৩শত বন্যার্ত মানুষর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রথম পাতা