সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ॥ অশোক মাধব রায় ॥ শায়েস্তাগঞ্জে ‘ইউসাস মেধা উৎসবে দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
তারিখ: ৯-অক্টোবর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জে ‘ইউসাস মেধা উৎসব-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ‘এগিয়ে যাব এগিয়ে নিব, শিক্ষিত সমাজ গড়ে তুলব’ শ্লোগানে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রথমবার জেলার শায়েস্তাগঞ্জে ‘ইউসাস মেধা উৎসব-২০১৯’ আয়োজন করেছে ইউসাস।

মঙ্গলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে এ মেধা উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে ১৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম বিতরণ করা হয়। এছাড়া শায়েস্তাগঞ্জের বাহিরের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদনের সুযোগ ছিল। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ মেধা উৎসবের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকালে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হল পরিদর্শন করতে আসেন শায়েস্তাগঞ্জের কৃতিসন্তান সাবেক সচিব অশোক মাধব রায়, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুস শহীদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খুর্শেদ আলী, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, আওয়ামলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম শিবলু, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরীসহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় অতিথিদেরকে হল ঘুরে দেখান, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দিগন্ত ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. এম.এ মোতালিব, ইউসাসের সভাপতি কাজী সাজিম আহমেদ, সেক্রেটারী নুরুজ্জামান পাভেলসহ ইউসাসের নেতৃবৃন্দ।

পরীক্ষা শেষে স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে সাবেক সচিব অশোক মাধব রায় বলেন, সুশিক্ষা গ্রহণ করতে হবে। এ শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

তাই আজ তৃণমূলের সন্তানরা স্কুলগামী হয়েছে। তিনি বলেন, এ মেধা উৎসব শায়েস্তাগঞ্জে প্রথম। এ উৎসব আয়োজন করে ইউসাস দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভাগ্যবান। কারণ এখানে তাদের মেধার বিকাশ ঘটেছে। তারা ইতিহাস হয়ে থাকবেন। আমি সবার মঙ্গল কামনা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি এগোতে পারেনি। তাই তৃণমূল পরিবারের সন্তানদেরকে সুশিক্ষা গ্রহণ করার পাশাপাশি দেশের জন্য কাজ করে যেতে হবে।

আজকের এ মেধা উৎসব এ অঞ্চলের শিক্ষার্থীদেরকে বহুদূর এগিয়ে নিয়ে গেল। তাই আয়োজক উইসাসকে প্রথমেই ধন্যবাদ জানাই। এ মেধা উৎসব অব্যাহত থাকুক।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই স্থান স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। ইউসাসের এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ মেধা উৎসব অব্যাহত রাখতে তিনি আহবান জানিয়েছেন।  

সূত্র জানায়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেককে একটি উপহার প্রদান করা হয়। পরীক্ষার খাতা দেখে আগামী ১১ অক্টোবর চারটি ক্যাটাগরীতে তিনটি আলাদা আলাদা বিভাগে ১ম, ২য়, ৩য় মোট ৩৬ টি ও ৯ টি সান্তনা পুরস্কারসহ সর্বমোট ৪৫ টি পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দিগন্ত ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. এমএ মোতালিব বলেন, স্কুল কলেজে থাকা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় মুখী করে তোলাই ‘ইউসাস মেধা উৎসব ২০১৯’ এর মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়া।

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) কর্তৃক আয়োজিত ‘ইউসাস মেধা উৎসব ২০১৯’-এ শায়েসতাগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং শায়েস্তাগঞ্জের বাসিন্দা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করে এ পরীক্ষায় অংশ নেন।

প্রথম পাতা