আজমিরীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবলীগ সম্পর্কে ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার দুপুরে আজমিরীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজমিরীগঞ্জ উপজেলার যুবলীগের আহ্বায়ক বাবলু রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক রাজিবুল হাসান মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পুরোয়াজানা জারি করেন।
আসামীরা হলো- উপজেলার আজিমনগর গ্রামের আমিনুল হক, একই উপজেলার বিরাট বাশহাটিয়া গ্রামের আল আমিন সম্রাট, শরীফনগর গ্রামের কবির মিয়া, আজিমনগর গ্রামের লিটন মিয়া, শরীফনগর নতুন বাড়ি এলাকার পিন্টু মিয়া ওরফে পিস্তল পিন্টু ও বিরাট নরোত্তম হাটির সাব্বির রহমান।
মামলায় উপজেলা যুবলীগ আহ্বায়ক বাবলু রায় উল্লেখ করেন আসামীরা ফেসবুকে যুবলীগের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার ও সংগঠনের নেতার্মীদের বিরুদ্ধে নামে বেনামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। এতে করে যুবলীগের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবি এডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, আদালত মালাটি গ্রহন করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ প্রদান করেছেন এতে করে বাদী সঠিক বিচার পাওয়ার আশা রয়েছে।