চুনারুঘাটে আকল মিয়া হত্যা ॥ আপন ভাতিজা স্বপন আটক ॥ ৩ দিনের রিমান্ড মঞ্জুর
তারিখ: ৮-নভেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাটের ব্যবসায়ী নেতা ও প্রবীণ মুরব্বি আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আপন ভাতিজা সাইদুল ইসলাম স্বপনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটককৃত স্বপনকে আদালতে হাজির করে পুলিশ তার ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের নিজ বাড়ী থেকে স্বপনকে আটক করে পিবিআই সদস্যরা। আটককৃত স্বপন ওই গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ-এর অফিসার ইসচার্জ (ওসি) শরীফ মোহাম্মদ করিম এই তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত- গত বছরের ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দর্বৃত্বরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত আকল মিয়ার ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামী রঞ্জন পাল পলাতক রয়েছেন। তবে পুলিশ এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামীসহ ৮ জনকে আটক করেছে। মামলার দুই নাম্বার আসামী পৌর কাউন্সিলর কুতুব আলী বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রথম পাতা