বানিয়াচঙ্গে ইকরা গণগ্রন্থাগারের সমৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তারিখ: ২০-নভেম্বর-২০১৯
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং ইকরা গনগ্রন্থাগারের সমৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি উপজেলায় ভাল মানের গ্রন্থাগার প্রয়োজন। বানিয়াচঙ্গে পাবলিক গ্রন্থাগার নেই এটা খুব দুঃখজনক। ইকরা গনগ্রন্থাগার প্রতিষ্ঠার অনেক বছর পেরিয়েছে। গ্রন্থাগারটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্তি হলেও স্থায়ী জমির অভাবে এর পরিধি বৃদ্ধি পাচ্ছে না। আমাদের সবার চেষ্টায় ইকরা গ্রন্থাগারকে স্থায়ী জমির উপর প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে হবে। মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক সাংবাদিক মো. আশিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবদাল হোসেন খান, বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, প্রধান শিক্ষক মোঃ সজিব খান। উপস্থিত ছিলেন আবুল মনসুর তুহিন, বানিয়াচং সাংবাদিক ফোরাম সেক্রেটারি সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, শিক্ষক ফেরদৌস আহমেদ, গিয়াস উদ্দিন, পলাশ ভট্টাচার্য, শরীফ উদ্দিন এমপি গনগ্রন্থাগারের সাধারণ সম্পাদক কাওছার আলম বিপলু , তানজির আহমেদ সাগর প্রমুখ।

প্রথম পাতা