ছিনতাইকারীদের হামলায় দুলালী হিজড়া গুরুতর আহত ॥ মামলা এফআইআরের নির্দেশ
তারিখ: ২০-নভেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রিজের উত্তর পাশে রাতের বেলায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছে দুলালী হিজড়া। এব্যাপারে মামলা দায়ের করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহিনুর আক্তার মামলাটি এফআইআর গণ্যে রুজু করতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

দুলালী হিজড়া উমেদনগরে বসবাস করে। তার গুরু সুমনা হিজড়ার বাসায় আসা পথে গত ১৭ নভেম্বর রাতের বেলায় কামড়াপুর ব্রিজের কাছে একদল ছিনতাইকারী তার রিক্সার গথিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে কামড়াপুর ব্রিজের উত্তর পশ্চিম পাশের কবর স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও কানের বাম পাশে গুরুতর জখম করে। হত্যার ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা ৪৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় রাতেই দুলালীকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জখম স্থলে সেলাই লাগে। দুলালী হিজড়া জানায়- সাজু, শাহ আলম, মধু ও তোফাজ্জল ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের সাথে সরাসরি জড়িত। দুলালী জানান- বরযাত্রী বাহী গাড়ি আটকিয়ে চাদাবাজী করতে বাধা দেয়ায় ওইসব হিজড়া ও তাদের সহযোগিরা ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার কোর্টে মামলা দায়ের করা হলে আদালত মামলাটি এফআইআর গণ্যে রুজু করতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

প্রথম পাতা