ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের টাকা আত্মসাতের অভিযোগ
তারিখ: ২০-নভেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদের বিরুদ্ধে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলসহ সাধারণ জনমনে দেখা দিয়েছে ক্ষোভ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত প্রায় ২ বছর পুর্বে ওই ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন স্থাপনার মালামাল ৩২ হাজার টাকায় (নিলামে) বিক্রি করেন ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ। নিয়ম অনুযায়ী বিক্রয়লব্দ টাকা সরকারী কোষাগারে চালানের মাধ্যমে অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়ার কথা। সে অনুযায়ী ২০১৮ সালের ১৫ এপ্রিল চেয়ারম্যান বরাবরে এক পত্রের মাধ্যমে বিক্রয়লব্দ ওই টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য অনুরোধ জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। কিন্তু চেয়ারম্যান বজলুর রশিদ ওই টাকা সরকারী কোষাগারে জমা করেননি। পরে ২০১৮ সালের ২০ মে নবী/১৮/৩৪৬ নং স্মারকে অপর আরেকটি পত্রের মাধ্যমে বিষয়টি হবিগঞ্জের সিভিল সার্জন কে অবগত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অভিযোগ উঠেছে, প্রায় ২ বছর হলেও আজও পর্যন্ত ওই টাকা সরকারী কোষাগারে জমা করেননি চেয়ারম্যান বজলুর রশিদ। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলসহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিষয়টি অনেক দিনের পুরোনো। মাঝখানে কিছুদিন তিনি দায়িত্বে ছিলেন না। বর্তমান অবস্থা কি তা তার জানা নেই। তিনি আরো জানান, সরকারী মালামাল জনপ্রতিনিধিরা নিলামে বিক্রি করতে পারেন না। ঘটনাটি তার দায়িত্বকালীন সময়ের নয়। তারপরও বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

প্রথম পাতা