বানিয়াচঙ্গে গোলটেবিল বৈঠকে ইউএনও মামুন খন্দকার ॥ উপজেলাকে অপরাধমুক্ত রাখতে হলে আইনের শাসন প্রতিষ্ঠায় মনযোগী হতে হবে
তারিখ: ২২-জানুয়ারী-২০২০
বানিয়াচং প্রতিনিধি ॥

গ্রাম্য দাঙ্গা, মাদক, খাদ্যে ফরমালিন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড মুলোৎপাঠনে গুণীজনদের নিয়ে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খানের সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া ও ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারমান মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, সমাজ থেকে ও অপরাধমুলক কর্মকান্ড দাঙ্গা বন্ধ করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলে মনুযোগী হতে হবে। একটি খুন করার পর আপোষের মাধ্যমে টাকার বিনিময়ে মিমাংসা করে রফাদফা করলে অপর একটি অপরাধ সংঘটিত করতে প্রভাবশালীরা উৎসাহ পাবে। মাদক, ইভটিজিং রোধে উপজেলা ও থানা প্রশাসন জিরো ট্রলারেন্সে। সেক্ষেত্রে সমাজপতি ও বিবেকবানদের তথ্যসহ বাস্তবিক সহযোগীতা করতে হবে।

‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং কমিউিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান  প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা