আজমিরীগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও শারীরিক নিরাপদ দূরত্ব
তারিখ: ২৩-মে-২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক ও শারীরিক নিরাপদ দূরত্ব। এতে করে মরণব্যাধি করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। জানা যায়, সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জেও এলাকার অসহায় ও হতদরিদ্রের মধ্যে সরকারি প্রণোদনা হিসেবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা শুরু হয়েছে। এতে করে হতদরিদ্র ও অসহায় লোকেরা অর্থনৈতিকভাবে সাশ্রয় পাবে বলে ধারণা এলাকাবাসীর। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আজমিরীগঞ্জ টানবাজার থেকে উপজেলা পরিষদগামী একটি দোকান থেকে চাল বিক্রি শুরু করে সংশ্লিষ্টরা। ক্রেতার সংখ্যা বেশী হলে লোকজন দোকানের সামনে ঝটলা সৃষ্টি করে। পর তাদের লাইনে দাঁড় করিয়ে দেয়া হয়। অর্থ্যাৎ একদিকে পুরুষ ও অন্যদিকে মহিলারা। স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে লাইন করার কথা থাকলেও, তা মানা হয়নি। থানা থেকে অনুমানিক ৫০ গজ দূর হলেও ওই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল নির্বিকার। তাই মরণব্যাধি করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলার তাগিদ দিয়েছে এলাকাবাসী।