লস্করপুরে সুঘরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৫
তারিখ: ২৩-মে-২০২০
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা করেছে এক দূর্বৃত্ত। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিতসক আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় ঘটে। জানা যায়, উপজেলার সুঘর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মোঃ সাহেব আলীর পুত্র তাজুল ইসলামের সাথে একই গ্রামের মৃত শরাফত উল্ল্যাহর পুত্র মোঃ রজব আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি জের ধরে বৃহস্পতিবার উল্লেখিত সময়ে তাজুল ইসলাম ও রজব আলীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রজব আলী, আহমদ আলী, রাজন মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে উল্লেখিতরা তাজুল ইসলাম (৪২), রাহেনা খাতুন (৩৫), তন্নী আক্তার (১১), মো: রকিব মিয়া (১৬)সহ ৫জনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাজুল ইসলাম ও রাহেনা খাতুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বাড়ি ঘরে হামলা ভাংচুর করা হয়েছে বলে জানান আহতরা।