করোনা মুক্তির প্রার্থনায় মহাসপ্তমী পালিত ॥ আজ মহা অষ্টমী
তারিখ: ২৪-অক্টোবর-২০২০
স্টাফ রিপোর্টার ॥

মহাসপ্তমীর দিন শুক্রবার সকাল সোয়া আটটায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। দুপুর ১২টা ১ মিনিটে করোনা মুক্তি, দেশ-জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে করোনা থেকে মুক্তির জন্য। হবিগঞ্জ শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে পূজার আমেজ যেন কিছুটা দমে গেছে। মন্দিরে নেই উৎসব মুখর পরিবেশ। পুরোহিত ও পূজা কমিটির সদস্য ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। বৃষ্টির মধ্যেই পূজার কার্যক্রম শেষ করেন পুরোহিতরা। আজ মহা অষ্টমী। এই মহা অষ্টমীর প্রধান আকর্ষণ ছিল ‘কুমারী পূজা’। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির কারণে কুমারী পূজা হবে না। তবে নিয়ম অনুসারে অন্যসব অনুষ্ঠানিকতা ঠিকই হবে।

বৃহস্পতিবার মহাষষ্ঠীতে দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা। করোনার জন্য এবার পূজা অনেকটাই সীমিত আকারে উদযাপন করা হচ্ছে। এর মাঝে শুরু হয়েছে বৃষ্টি। তাই মন্দিরে মন্দিরে নেই উৎসবের আমেজ। এ বছর জেলায় ৬৬১টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়।

শেষ পাতা