নিম্নচাপের প্রভাবে হবিগঞ্জে দিনব্যাপী বৃষ্টি ॥ সাধারণ মানুষের দূর্ভোগ চরম
তারিখ: ২৪-অক্টোবর-২০২০
স্টাফ রিপোর্টার ॥

নিম্নচাপের প্রভাবে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধা পর্যন্ত অবিরাম বৃষ্টি পড়েছে। তবে আজ শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতোমধ্যে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি দুর্বল হতে থাকায় সমুদ্রবন্দরে চার নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, নি¤œচাপের কারণে গত বৃহস্পতিবার থেকে হবিগঞ্জে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে থেমে থেমে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দূর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষরা সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি ফুটপাতের দোকানিদেরও সমস্যায় পড়তে হয়েছে। তবে গতকাল শুক্রবার হওয়া কর্মজীবিদের তেমন অসুবিধা না হলেও জুম্মার নামাজে বিপাকে পড়েন মুসল্লিরা।

অপরদিকে, একদিকে করোনার সংক্রমণ, আর অন্যদিকে বৃষ্টি। দুইয়ে মিলে গতকাল শারদীয় দূর্গাপূজার মহা সপ্তমীর পরিবেশ ছিল সম্পূর্ণ প্রতিকূল। তারপরও থেমে থাকেননি মা দুর্গার ভক্তরা। অন্যান্য বারের মতো বৃষ্টি উপেক্ষা করেই অঞ্জলি দিতে পূজামন্ডপে গিয়েছেন অনেকেই।

শেষ পাতা