বানিয়াচঙ্গে ইয়াবাসহ মোঃ উজ্জল মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বানিয়াচং সদরের নতুন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের শাহ আলমের পুত্র। অভিযানে নেতৃত্বদেন ডিবি পুলিশের এসআই রাকিবুল হাসান ও এসআই মোজাম্মেল মিয়া। ডিবি পুলিশ জানায়, আটক উজ্জল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। অভিযানের সময় তার কাছ থেকে ১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হবে।