লাখাইয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউএনও
তারিখ: ১৪-জানুয়ারী-২০২২
লাখাই প্রতিনিধি \

লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কামালপুর গ্রামের পার্শ্ববর্তি নদীর ৩নং বøকের দক্ষিণ পাড়ে কেছকি ঢালার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ইউএনও শরীফ উদ্দিন। জানা যায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ১নং লাখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর (৩নং বøক) দক্ষিণপারে কেছকি ঢালার নদীভাঙ্গন পরিদর্শনে যান তিনি। ধলেশ্বরী নদী হতে ভাঙ্গনের মাধ্যমে সৃষ্ট খাল দিয়ে পানি প্রবেশ করে
শত শত ফসলী জমি বিনষ্ট হয় মর্মে স্থানীয় এলাকাবাসী জানান। উপস্থিত শত শত স্থানীয় লোকজন এখানে একটি বাঁধ নির্মাণের আকুতি জানান। তারা বলেন, এটি তাদের দীর্ঘদিনের প্রাণের দাবী। কৃষি নির্ভর এ জনপদের কৃষি সম্পদ রক্ষায় এখানে বাঁধ নির্মাণ অপরিহার্য বলে উপস্থিত গ্রামবাসীরা জানান। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। জনসাধারন ইউএনও কে বাঁধ নির্মাণের জন্য জোর দাবী জানান। এ সময় ইউএনও মোঃ শরীফ উদ্দিন বলেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাধ নির্মাণের বিষয়টি অবহিত করব।