বাহুবল ও শায়েস্তাগঞ্জে আগ্নেয়াস্ত্র বহন ও যান চলাচলে নিষেধাজ্ঞা
তারিখ: ২৪-জানুয়ারী-২০২২
স্টাফ রিপোর্টার \

বাহুবল উপজেলার ৭টি ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আগ্নেয়ান্ত্র বহন ও যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল রোববার হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন প্রভাবমুক্ত
 , নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে নির্বাচনী এলাকায় ভোট গ্রহনের পুর্বে ৭দিন, ভোট গ্রহনের দিন এবং ভোট গ্রহনের পরের ৫ দিন আর্থাৎ মোট ১৩ দিন অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়াও ভোট গ্রহনের নির্ধারিত দিবসের পুর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩০ জানুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ভোট গ্রহনের দিন অর্থাৎ ৩১ জানুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন সমূহের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রথম পাতা