আদালতে ঘাতক পুত্রের স্বীকারোক্তি মা’কে নির্যাতন করায় বাবাকে খুন
তারিখ: ১৬-মে-২০২২
স্টাফ রিপোর্টার \
হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে ছেলের হাতে পিতা খুনের ঘটনায় ঘাতক পুত্র মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল (১৫ মে) রবিবার বিকেলে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-১ এ মামলার তদন্তকারী অফিসার এসআই উৎসব কর্মকার তাকে গ্রেফতার করে হাজির 
করলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
জবানবন্দির বরাত দিয়ে ওই এসআই জানান, সন্তান ও স্ত্রীর ভরণ পোষণ না করায় এবং মাকে মারপিট করায় ক্ষিপ্ত হয়ে সে তার পিতাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওইরাতেই হুরগাঁও গ্রামের একটি হাওর থেকে আটক করে। এ ঘটনায় নিহত আজদু মিয়ার বোন মৃত আব্দুর রশিদের কন্যা মনছুরা বেগম বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানায়, যেহেতু একজনই আসামি সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব আদালতে চার্জশীট দেয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে পুত্র মাসুমের হাতে পিতা আজদু মিয়া নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এদিকে মাসুমকে আদালত গতকালই কারাগারে প্রেরণ করেছেন।