পূর্ব সিংহ গ্রামে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি!
তারিখ: ২০-অগাস্ট-২০২২
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক থেকে লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামে যাওয়ার রাস্তার মাঝখানেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দফায় দফায় সড়কটিতে বিভিন্ন উন্নয়ন কাজ করা হলেও খুঁটিটি সরানো হয়নি। ফলে এটি ঘেঁষেই চলাচল করছে ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপভ্যান, লরি, রিকশাসহ বিভিন্ন ধরণের যানবাহন।

খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২০১১ সালে খুঁটিটি রাস্তার মাঝখানে বসায়। তখন সড়কটি কাঁচা ছিল। এরপর বিভিন্ন সময় সড়কটির উন্নয়ন কাজ করা হলে

খুঁটিটি সরানো হয়নি।

সরেজমিনে দেখা যায়, খুঁটিটি রাস্তার মাঝখানে হওয়ায় ছোট গাড়িগুলো কোনও রকম চলতে পারলেও ট্রাক বা বড় কোনও গাড়ি এখান দিয়ে চলাচল করতে পারে না। সিংহগ্রাম এলাকার বাসিন্দা মহিউদ্দিন দুলাল বলেন, ‘সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় এলাকাবাসীর সমস্যা হচ্ছে। স্থানীয়রা অনেক দিন ধরেই খুঁটিটি অপসারণের দাবি জানিয়ে আসছেন।’

এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাখাই জোনাল কার্যালয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম পাতা