লাখাইয়ে পুলিশের অভিযানে তক্ষকসহ ৩ জন গ্রেপ্তার
তারিখ: ২৭-অক্টোবর-২০২৪
লাখাই প্রতিনিধি \

লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলার আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ফিরোজ মিয়া, মনোয়ারা বেগম ও মহসিন আলম। জানা যায়, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাস ও মৃদুল কুমার ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মোড়াকরি পশ্চিম পাড়া এলাকায় বন্যপ্রাণী কক কক (কক্কা) ক্রয় বিক্রয় কালে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের মৃত মোনছব আলীর ছেলে ফিরোজ মিয়া (৩৫) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আলারপাড় গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) কে মোড়াকরি গ্রামের নিজাম উদ্দিনের বাড়ী থেকে ৩ টি বন্যপ্রাণী (কক্কা) সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। এসময় অন্য আসামীগণ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রথম পাতা