প্রিয় সহযোদ্ধাবৃন্দ আপনারা জানেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের খ্যাতনামা আইনজীবী জনাব মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদ এবং হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক বাবু শংখ শুভ্র রায়, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মক্রমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আহাদ মিয়া ও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়াসহ ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতাকর্মী কে বর্তমান সরকার গ্রেফতার করেছে।এই গ্রেফতার এর তীব্র নিন্দা প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অচিরেই সমস্ত আইনী প্রক্রিয়া মোকাবেলা করে সকল নেতৃবৃন্দ মুক্ত হয়ে আসবেন ইনশাআল্লাহ। যারা প্রকৃত অপরাধী, যারা গণমানুষের দল আওয়ামীলীগ কে বিতর্কিত করে অবৈধ অর্থ উপার্জন করেছে এবং গণমানুষের দল আওয়ামীলীগ কে জনতার কাতার থেকে সরিয়ে একঘরে যুগলবন্দী করে রেখেছিল হবিগঞ্জ জেলা আওয়ামী পরিবার ও তৃণমূলের নেতাকর্মীরা কোনদিনও তাদেরকে ক্ষমা করবে না। যারা ব্যক্তি স্বার্থ কে প্রাধান্য দিয়ে দল কে দেউলিয়া করেছে ইতিহাস থেকে শিক্ষা তাদের জন্য অবধারিত। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে মিলে দলের নেতাকর্মী ও জনগণের ভালবাসা নিয়ে সকল প্রকার অহমিকা, দাম্ভিকতা ও অহংকার পরিহার করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতির মাঠে বিচরণ করব। সবাই নিজেদের জানমালের হেফাজতে সচেতন থাকবেন। সাহস হারাবেন না। মহান আল্লাহ আপনাদের সহায় হোক।
এডভোকেট আলমগীর চৌধুরী
সাধারণ-সম্পাদক ,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ।