আজমিরীগঞ্জের শিবপাশায় জুয়াড় আসর থেকে সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে শিবপাশা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১টি কম্বল, ৫ প্যাকেট ও ৩৬টি তাসসহ নগদ ১২হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আজমিরীগঞ্জ পৌর এলাকার নয়ানগর গ্রামের বাসিন্দা তালি মিয়ার পুত্র রোমান মিয়া (৩১), পৌর এলাকার লঞ্চঘাট সংলগ্ন মৃত বাচ্চু মিয়ার পুত্র রাসেল মিয়া (৩৫) এবং শিবপাশা ইউনিয়নের মৃত মোতার মিয়ার পুত্র ছালেক মিয়া (৪০)।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিঁনি বলেন, শিবপাশায় জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করে জুয়া খেলায় ব্যবহৃত কম্বল, তাস, নগদ অর্থসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।