মাধবপুরে কোটি টাকা মূল্যের ভারতীর শাড়ি ও কসমেটিকস জব্দ
তারিখ: ২৭-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

 মাধবপুরে চোরাচালানের কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসট্যান্ড থেকে এসব শাড়ি ও কসমেটিকস জব্দ করে। বিজিবি জানায়, একটি চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পন্য বিক্রি করে আসছে। গতকাল উল্লেখিত সময় মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় চোরাচালানের ভারতীয় শাড়ি ও কসমেটিকস বোঝাইকৃত একটি কাভার্ড ভ্যান পৌছে। বিষয়টি গোপন সংবাদের ভিতিত্তে জানতে পেরে বিজিবির একটি টহলরত দল সেখানে অভিযান চালিয়ে ওই কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে বিজিবি। যার মূল্য ৯০ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

প্রথম পাতা