মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে এমটিবি’র প্রশিক্ষণ কর্মশালা
তারিখ: ২৭-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে জেলার বানিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর লিড ব্যাংক প্রোগ্রামের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা রেইস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর প্রধান এ কে এম এহসান। এসময় বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. ইমানুর রহমান, উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত ৩৪টি বানিজ্যিক ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।

প্রথম পাতা