নন্দনপুরে গাড়ি চোর চক্রের দুই সদস্য জনতার হাতে ধরাশায়ী
তারিখ: ২৭-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার আব্দা মানিখ্য গ্রামের ফারুক মিয়ার ছেলে জয়নাল মিয়া ও ভাতকাটিয়া (কাজিহাটা) গ্রামের আমান উল্ল্যাহর ছেলে মানিক মিয়া। পরে স্থানীয় লামাতাসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়ার নেতৃত্বে তাদেরকে পুলিশে বাহুবল থানা পুলিশে সোপর্দ করা হয়। 
স্থানীয় সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা নন্দনপুর বাজার থেকে কাজীহাটা গ্রামের নুর আলমের একটি নোহা গাড়ি চুরি করে নিয়ে যায়। এরপর থেকে তারা আত্মগোপন করে। গতকাল দুপুরে জয়নাল মিয়াকে নন্দনপুর বাজারে দেখতে পেয়ে জনতা আটক করে। এ সময় তার কাছে একটি ছুরি ও সিএনজি চুরির কিছু সামগ্রী পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার। এ সময় চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে গাড়ি চুরির সাথে তার সহযোগি গ্যাং লিডার মানিক মিয়া, সুজন মিয়া, আল আমিনসহ আরো কয়েজনের নাম প্রকাশ করে। পরে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় জনতা মানিকের বাড়ি থেকে তাকে আটক করেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর একটি টিম ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ সময় চেয়ারম্যান ও স্থানীয় লোকজন তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করেন।  
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরির অভিযোগ রয়েছে। জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে সেখানে পৌছে তাদেরকে থানায় নিয়ে আসি’।

প্রথম পাতা