ব্যবসায়ী মোঃ রশিদ মিয়া (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার রামপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার সকাল ১১টায় রামপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁর মেঝো ছেলে শাহের মিজান ক্বাদরী নামাজে জানাজায় ইমামতি করবেন। পরে রামপুর গ্রামের কবরস্থানে মোঃ রশিদ মিয়াকে দাফন করা হবে।
তিনি রামপুর বাজারের ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ রশিদ মিয়ার বড় ছেলে আল আমিন দৈনিক খোয়াইসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা বিপনন করেন এবং জেলা সংবাদপত্র হকার্স সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
আল আমিন তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।