মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বিএনপির নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও আহতরা জানান, নোয়াগাঁও গ্রামের ইয়াকুব মিয়ার সঙ্গে একই গ্রামের জামাল মিয়া ও তার লোকজনদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয় গুলো নিষ্পত্তি করার জন্য গন্যমান্য ব্যাক্তিবর্গ শনিবার দু’পক্ষের লোকজন নিয়ে সালিশে বসে। এই সময় জামাল মিয়া ও তার লোকজন উত্তেজিত হয়ে ইয়াকুব মিয়ার লোকজনদের উপর হামলা করে। এতে ইয়াকুব মিয়া, বিএনপির নেতা জিয়া উদ্দিন আপন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, মনতলা শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।