নবীগঞ্জ শহরের অভয় নগরে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে। এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকার মৃত আব্দুর রবের পুত্র শফিকুর রহমান বর্তমানে নবীগঞ্জ শহরের অভয়নগর এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে মোবাইল ও বিকাশের ব্যবসা করে আসছেন। গত শুক্রবার ২৫ অক্টোবর রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ৫ লক্ষ ৭২ হাজার টাকা সাথে নিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার ২৬ অক্টোবর সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে চা-নাস্তা করে ঘুমিয়ে পড়েন। এসময় তার মা বাসার ছাদে সবজি গাছে পানি দিতে যান। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে শফিকুর রহমান দেখতে পান কে বা কারা তার ব্যাগ থেকে নগদ ৫ লক্ষ ৭২ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। তার প্রত্যেকটি সিমে বিকাশ, সগদ, রকেট ও উপায় একাউন্ট ছিল। এতে প্রায় ১ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।