চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত
তারিখ: ২০-জানুয়ারী-২০২৫
চুনারুঘাট প্রতিনিধি \

 চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। 
জানা যায়- ফারুক মিয়ার সাথে একই এলাকায় জনৈক এক যুবলীগ নেতার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এরই জেরধরে ওই যুবলীগ নেতাসহ তার লোকজন ফারুক মিয়ার উপর হামলা চালায়। এসময় ফারুক মিয়াকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। (ওসি) মোঃ নুর আলম জানান, ঘটনা শুনেছি অভিযোগ ফেলে ব্যবস্থা নেবো।

প্রথম পাতা