বাহুবল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ মোর্শিদা আক্তারের পরামর্শকে কাজে লাগিয়ে আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার ফজলুল হক নামে এক ব্যক্তি সবজি চাষ করে দ্বিগুণ লাভের মাধ্যমে সফল হয়েছেন। যদিও শীতের শুরু থেকেই শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাহুবল উপজেলার কৃষকরা। শীত মৌসুমের বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন কৃষকরা। কম খরচে ভাল ফলন পাওয়ায় এবং বাজারে সবজির দাম ভাল থাকায় সবজি চাষে ওই কর্মকর্তা তাকে আগ্রহ সৃষ্টি করলে আগ্রহী প্লাটুন কমান্ডার এখন সফল সবজি চাষী হয়ে উঠেছেন। সে বাহুবল উপজেলার আব্দানারয় গ্রামের আব্দুল মতিনের ছেলে।
আলাপকালে জানা যায়, ওই উপজেলা কর্মকর্তার পরামর্শ কাজে লাগান সফল সবজি চাষী। ৩৫ হাজার টাকা খরচ করে বাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজি চাষ করেছিলেন। এপর্যন্ত দুইবারে বিভিন্ন রকমের সবজি বিক্রি করে ৬০ হাজার টাকা পেয়েছেন। এছাড়া আরোও অন্ততপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকার সবজি বিক্রি করার সম্ভাবনার কথা জানান সফল চাষী ফজলুল হক।