সদর উপজেলার পোদ্দার বাড়ি উপজেলা পরিষদের গেইট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফয়সল খান ওরফে কামাল (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার দুপুরে ডিবির ওসির নেতৃত্বে এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকা থেকে কামালকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।