শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জননেতা তারেক রহমানের নির্দেশে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের মাঠে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ এর সৌজন্যে স্থানীয় বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিলাদ মাহফিল এবং হতদরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
গতকাল রবিবার দুপুরে গোপায়া ইউনিয়ন প্রাঙ্গনে এ দোয়া ও শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতি স্মৃতিচারণ করে সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, জিয়াউর রহমান রাজনৈতিবীদ ব্যক্তি হিসাবে সফল ছিলেন। বিএনপি সব সময় জনগণের উন্নয়ন মূলক কাজ করে, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। মুক্তিযোদ্বাদের ঐক্যবদ্ব করার চেষ্টা করেছেন জিয়াউর রহমান, মুক্তিযুদ্বে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন জিয়াউর রহমান যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পরিশেষে জিয়াউর রহমান আতœার মাগফেরাত কামনা করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনায় দোয়া করেন স্থানীয় নেতা- কর্মীরা, এবং যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্থানীয় নেতা -কর্মীরা।
হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান সর্দার আব্দুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপায়া ইউনিয়ন বিএনপি এর সভাপতি হাফিজুর রহমান খাঁন, সিনিয়র সহ সভাপতি আবজাল হোসেন আব্দাল, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুবেল, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সুহেল, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, জেলা যুবদলের সাবেক সম্পাদক ২ নং ওয়ার্ড মেম্বার জুয়েল মিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন, সদর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাগঠনিক সুহেল মিয়া, গোপায়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম মানিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলের আহবায়ক ইমন মিয়া, জেলা ছাত্রদল নেতা সাইফুল, তুহিন মিয়া, লিটন আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর রাতুল প্রমূখ। পরে শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।