নবীগঞ্জে নানা অভিযোগে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
তারিখ: ১১-ডিসেম্বর-২০২৫
এম.এ মুহিত,নবীগঞ্জ ॥

নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি নষ্ট ও পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে শিরিন ব্রিকস নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিকেলে আউশকান্দি ইউনিয়নের জালালপুর এলাকায় অবস্থিত শিরিন ব্রিকসে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযানকালে ইটভাটাটিতে কৃষিজমি থেকে মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার, ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার, কৃষিজমির ভেতরে ইটভাটা স্থাপন এবং ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না করার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইটভাটার প্রোপাইটর সানুর মিয়াকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস সহযোগিতা করেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।