বানিয়াচংয়ে কিশোরকে পিটিয়ে জখম বাড়িতে হামলা ॥ থানায় অভিযোগ
তারিখ: ১১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পরিবারের ওপর ধারাবাহিক হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দত্তপাড়ার উমেদ আলী খান গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) নন্দীপাড়া গ্রামের ইমদাদ হোসেন খানের ছেলে শাহরিয়ার খান নাফিজকে প্রধান আসামী করে ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর বিকেলে ইনাতখানী মাঠে খেলাধুলা নিয়ে দত্তপাড়ার উমেদ আলী খানের ছেলে ইসতিয়াক হাসান সাইমুমের (১৭) সঙ্গে শাহরিয়ার খান নাফিজের তর্কবিতর্ক হয়। উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করলেও ক্ষুব্ধ হয়ে নাফিজসহ কয়েকজন যুবক পরে সাইমুমের ওপর হামলার পরিকল্পনা করে। ওইদিনই বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেটি বাড়ি ফেরার পথে নন্দীপাড়ার ডাঃ জমির আলীর বাড়ির পাশের ইটসলিং রাস্তায় পৌঁছালে নাফিজ, ইফতি এবং আরও কয়েকজন যুবক সাইমুমের পথরোধ করে। পরে তারা লাঠি ও খেলায় ব্যবহৃত স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন ¯’ানে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে বিচার চাইলেও বিবাদীরা তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে ৮ ডিসেম্বর দুপুরে নন্দীপাড়ার পুরাতন পশু হাসপাতালের সামনে আবারও কিশোরটিকে ধাওয়া করা হয়। প্রাণভয়ে সে দৌড়ে বাড়িতে আশ্রয় নিলে কিছু সময় পর ১৫/২০ জনের একটি দল তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।