মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে ধানের শীষে ভোট দিয়েছে
তারিখ: ১১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 ধানের শীষের পক্ষে দোয়া, আশির্বাদ ও ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং তার দোসররা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কোনো পরাজিত শক্তি দেশে অ¯ি’তিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তাদেরকে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন- বিএনপি গণমানুষের দল, মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে ধানের শীষে ভোট দিয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক, মানুষের আস্তা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণলকালে বিপুল সংখ্যক আইনজীবী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।