ভালবেসে বিয়ে করেও সুখী হতে পারলো না মুক্তা সরকার ॥ যৌতুক না দেওয়ায় হাত-পা বেঁধে নির্যাতন
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ ভালবেসে বিয়ে করে সুখী হতে পারলো না মুক্তা সরকার (২০) নামের এক গৃহবধূ। স্বামীসহ শশুড়বাড়ির লোকজনের নির্যাতনে আহত হয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। জানা যায়, শহরের ঘাটিয়াবাজার এলাকার গৌতম সরকারের কন্যা মুক্তা সরকার (২২) ২০০৮ সালে মোবাইল ফোনের মাধ্যমে শহরতলীর নারায়নপুর গ্রামের সুচিন্দ্র ঘোষের পুত্র সুব্রত ঘোষ (২৫)’ সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। পরে মন্দিরে মালা বদল করে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুব্রত ঘোষের পরিবার যৌতুকের জন্য মুক্তার উপর অমানসিক নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে মুক্তা সরকার সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় সুব্রত ঘোষ তার পিতা সুচিন্দ্র ঘোষসহ অন্যান্য সহযোগীরা গ্রেফতার হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আদালতে মুক্তার উপর নির্যাতন করবে না বলে অঙ্গীকার করলে আদালত তাদের জামিনে মুক্তি দেন। এরপর কিছুদিন মুক্তা সুখে শানি-তে সংসার করে। ইদানিং পুনরায় যৌতুকের জন্য মুক্তার উপর নির্যাতন চলে। গতকাল বুধবার দুপুরে সুব্রত ঘোষ তার পিতা সুচিন্দ্রসহ শশুরবাড়ির অন্যান্য লোকজন মুক্তা সরকারকে অমানসিকভাবে মারপিট করে হাত-পা বেঁধে রাস-ায় ফেলে রাখে। পরে এক রিকশা চালক তাকে আহত অবস'ায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করে।
প্রথম পাতা