শায়েস-াগঞ্জে স্বামী পরিত্যাক্তা মহিলার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ শায়েস-াগঞ্জ দিঘীরপাড় রেল কলোনীতে স্বামী পরিত্যাক্তা এক মহিলার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে রেল কলোনীর পক্ষ থেকে জানু মিয়া নামে এক ব্যক্তি রেলওয়ের সহকারী প্রকৌশলী বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস-াগঞ্জ বড়চর গ্রামের শয্যাশায়ী দরবেশ আলীর কন্যা মনি আক্তার (২০) এর অসামাজিক কার্যকলাপের কারণে সমপ্রতি তার স্বামী তাকে তাড়িয়ে দেয়। এরপর থেকে মনি শায়েস-াগঞ্জ নিজগাঁও দিঘীর পাড় রেল কলোনীর সরকারি বাসা জোরপূর্বক দখল করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। সূত্র জানায়, প্রায়দিনই তার বাসায় জুয়া মদ-গাঁজার আসর বসে এবং বিভিন্ন 'ান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করে। মনির আয়ের অন্য কোন ৎস না থাকা সত্ত্বেও সে বিত্তবান মহিলাদের মতই চলাফেরা করে। এলাকাবাসীর প্রশ্ন তার এসব বিলাসিতার টাকা কোথা থেকে আসে। ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
প্রথম পাতা